জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বর্তমানে প্রতি ৫০ টি পরিবারের জন্য
একটি পানির উৎস স্থাপনের লক্ষে কাজ করছে। এর ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ
জেলার পল্লীও পৌর এলাকায় মোট ৩১৯৬৪ টি বিভিন্ন ধরনের পানির উৎস
ও ১৫ টি উৎপাদন নলকূপ, ৭৭ কিঃমিঃ পাইপ লাইনসহ ৪ টি উচ্চ জলাধার
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কতৃক নির্মান করা হয়।যার
মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার পল্লীও পৌর এলাকার ৮৫% জনগন সুপেয় পানির সুবিধা
পাচ্ছে। এছাড়া পল্লী ও পৌর এলাকায় কমিউনিটি ল্যাট্টিন/ পাবলিক ল্যাট্টিন,
স্বল্প মূল্যের স্যানিটারি ল্যাট্রিন/ ইকো টয়লেট স্থাপনের মাধ্যমে
বর্তমানে ৯০% জনগন স্বাস্থ্যসম্মত উন্নতমানের স্যানিটেশননের সুবিধা
পাচ্ছে।
পল্লী ও পৌর এলাকায় বিভিন্ন ধরনের পানির উৎস স্থাপন –·
৪০০টি
পল্লী ও পৌর এলাকায় উৎপাদক নলকূপ ও পরীক্ষামূলক নলকূপ·
স্থাপন, প্রতিস্থাপন ও পুনরুজ্জীবিতকরণ – ৩ টি
উচ্চ জলাধার নির্মান- ৪টি (অবশিষ্ট ৬০%) +৫টি (অবশিষ্ট ৪০%)·
পাইপ লাইন স্থাপন – ৪০ কিঃ মিঃ·
পৌর এলাকায় গৃহ সংযোগ – ৪০০০ টি·
পল্লী ও পৌর এলাকায় কমিউনিটি ল্যাট্টিন/ পাবলিক ল্যাট্টিন·
স্থাপন – ১১ টি
পৌর এলাকায় পানি শোধনাগার (আর্সেনিক –আয়রন রিমুভাল প্লান্ট)·
নির্মান – ১ টি
পল্লী এলাকায় উন্নত মানের স্যানিটারি ল্যাট্রিন স্থাপন –৬০০ টি·
পল্লী এলাকায় স্বল্প মূল্যে স্যানিটারি ল্যাট্রিন/ ইকো টয়লেট·
স্থাপন – ৯০০ টি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস